ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো ---
Correct Answer: Option C
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো- গামা রেস (Gama rays) । শরীরের কোনো স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ত্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায় । অপরদিকে কোবাল্ট আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায় । অপরদিকে কোবাল্ট -60(60C0) আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেশের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষকলাকে ধ্বংস করা হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions