শিব রাত্রির সলতে, বাগধারাটির অর্থ কী?

A শিবরাত্রির আলো

B একমাত্র সঞ্চয়

C একমাত্র সন্তান

D শিবরাত্রির গুরুত্ব

Solution

Correct Answer: Option C

শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ - একমাত্র সন্তান বা বংশধর।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক ।
দুই রথারোহীর যোদ্ধার যুদ্ধ = দ্বৈরথ ।
অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার = চতুরঙ্গ ।
যুদ্ধ থেকে যে বীর পালায় না = সংশপ্তক
জয় সূচনা করে এরুপ তিথি = শুভ তিথি
দিনে একবার আহার করে যে = একাহারী।
যিনি বিদ্যালাভ করেছেন = কৃতবিদ্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions