নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
Solution
Correct Answer: Option D
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে । দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকার হয়ে থাকে । কয়েকটি সমার্থক দ্বন্দ্ব সমাস হলো : খাতা-পত্র, হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা । অন্যদিকে নাক-মুখ, লাভ-লোকসান ও দেখা-শোনা যথাক্রমে অঙ্গবাচক, বিপরীতার্থক ও দুটি ক্রিয়াযোগে সাধিত দ্বন্দ্ব সমাস ।