সুকুমার রায় একজন শিশুসাহিত্যিক । তিনি অনুপম ভাষায় গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে শিশুদের মন জয় করেন । তার রচিত গ্রন্থগুলোতে তিনি ছবি একে মুদ্রিত করতেন । তার মৃত্যুর পর ১৯২৩ সালে 'আবোল-তাবোল' গ্রন্থটি প্রকাশিত হয় ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions