Solution
Correct Answer: Option B
হোয়াংহো নদীর উৎপত্তিস্থল তিব্বতের কুয়েনলুন পর্বতের শাখা বায়ান হাড় পর্বত । এটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম দনী, যার দৈর্ঘ্য ৫,৩৬৪ কিমি । এটি পতিত হয়েছে পীত সাগরে । হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং । চীনের দুঃখ নামে খ্যাত হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী ।