Solution
Correct Answer: Option D
চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর । চীন ছাড়াও উইঘুররা কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুরস্ক অ রাশিয়াতে বসবাস করছে । চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে ।