উইঘুর হলো-

A চীনের একটি খাবারের নাম

B চীনের একটি শহরের নাম

C চীনের একটি ধর্মীয় স্থানের নাম

D চীনের একটি সম্প্রদায়ের নাম

Solution

Correct Answer: Option D

চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর । চীন ছাড়াও উইঘুররা কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুরস্ক অ রাশিয়াতে বসবাস করছে । চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions