বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -
A এক কিলোওয়াট ঘন্টা
B এক ওয়াট -ঘন্টা
C এক কিলোওয়াট
D এক ওয়াট
Solution
Correct Answer: Option A
বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় কিলোওয়াট ঘণ্টা একক ব্যবহার করে বিদ্যুৎ বিলের হিসাব করা হয় । এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট ( B. O. T. Unit ) বা সংক্ষেপে শুধু ইউনিট বলে । ১ কিলোওয়াট ঘণ্টা = ৩৬০০ কিলো জুল ।