একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ তম পদ ৬০ হলে, ১২ তম পদ কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d
এখানে,
৭তম পদ, ৬০ = a + (৭ - ১)৯
বা, ৬০ = a + ৫৪
∴ a = ৬
১২তম পদ = ৬ + (১২ - ১)৯
= ৬ + ১১ × ৯
= ৬ + ৯৯
= ১০৫