'ছেলেরা মাঠে বল খেলে'- এখানে করণ কারক প্রকাশ করে কোনটি?
A ছেলেরা
B মাঠে
C বল
D খেলে
Solution
Correct Answer: Option C
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। প্রশ্নোক্ত বাক্যে ছেলেরা বল দিয়ে খেলে। তাই বল করণ কারক।