উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্যদল কারা ?
A ঝরে পড়া শিক্ষার্থী
B প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থী
C অমনোযোগী শিক্ষার্থী
D কম পারদর্শী শিক্ষার্থী
Solution
Correct Answer: Option A
বয়স্ক নিরক্ষর ও শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষর জ্ঞানদান দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ জন্য উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম শুরু কর হয়।
পূর্ণরূপ: Bureau of Non-Formal Education
উদ্দেশ্য: আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিতদের কাজ-শিক্ষা- সুযোগ নিশ্চিতকরণ
প্রতিষ্ঠা: ২০০৫
সর্বশেষ উপানুষ্ঠানিক শিক্ষা আইন পাশ হয়। ২০১৪ সালে
কার্যালয়: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা