পুঁথি সাহিত্যের লেখক কে?

A আব্দুল হাকিম

B সৈয়দ হামজা

C শাহ মুহম্মদ সগীর

D আলাওল

Solution

Correct Answer: Option B

- অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত আরবি-ফারসিসহ বিভিন্ন ভাষার শব্দ মিশ্রিত ইসলামী চেতনাসমৃদ্ধ সাহিত্যকে পুঁথি সাহিত্য বলে।
- পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।

- সৈয়দ হামজাও পুঁথি সাহিত্য রচনা করেছিলেন।
- তাঁর রচিত পুঁথি সাহিত্য:
- 'আমীর হামজা' (১৭৯৫- ২য় অংশ),
- 'জৈগুনের পুঁথি' (১৭৯৭),
- 'হাতেম তাই'।

- মধ্যযুগের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর;
- সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম;
- আরাকান রাজসভার কবি আলাওল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions