'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' চরণের রচয়িতা-

A দ্বিজেন্দ্রলাল রায়

B কামিনী রায়

C রবীন্দ্রমোহন বাগচী

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option A

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা হল দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি গান (দ্বিজেন্দ্রগীতি)।
দ্বিজেন্দ্রলাল রায় রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটকঃ
- নূরজাহান, 
- সাজাহান, 
- মেবার পতন, 
- চন্দ্রগুপ্ত, 
- দুর্গাদাস, 
- তারাবাঈ, 
- রানা প্রতাপ সিংহ, 
- সোরাব রুস্তম, 
- সিংহল বিজয় ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions