'সতীময়না ও লোরচন্দ্রনী' কার লেখা?

A আলাওল

B দৌলত কাজী

C মাগন ঠাকুর

D মরদন

Solution

Correct Answer: Option B

- দৌলত কাজী সপ্তদশ শতাব্দীর একজন বাঙালী কবি।
- তিনি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা করেন যেটই লৌকিক সাহিত্যের প্রথম কাব্য। তার মোট ৭টি গ্রন্থের সন্ধান পাওয়ায় যায়।
এগুলো হলোঃ
- পদ্মাবতী,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল,
- সপ্ত পয়কর,
- সিকান্দরনামা,
- তোহফা বা তত্ত্বোপদেশ,
- রাগতালনামা এবং
- দৌলত কাজীর অসমাপ্ত 'সতীময়না-লোর-চন্দ্রানী'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions