'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক-

A মুহম্মদ আব্দুল হাই

B মুহম্মদ শহীদুল্লাহ্

C মুহম্মদ এনামুল হক

D আহমদ শরীফ

Solution

Correct Answer: Option D

বিশিষ্ট শিক্ষাবিদ আহমদ শরীফ (১৯২১-১৯৯৯) 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' সম্পাদনা করেন, যা ১৯৯২ সালের সেপ্টেম্বর প্রকাশিত হয়। 
আরোকিছু গুরুত্বপূর্ণ অভিধানঃ
- সমকালীন বাংলা ভাষার অভিধান, দু-খন্ড (আবু ইসহাক, ১৯৯৩ ও ১৯৯৮),
- মধ্যযুগের বাংলা ভাষার অভিধান (মোহাম্মদ আবদুল কাইউম, ২০০৮) প্রভৃতি।
- বানান অভিধান (জামিল চৌধুরী, ১৯৯৪),
- লেখক অভিধান (আশফাক-উল-আলম প্রমুখ, ১৯৯৮। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions