Solution
Correct Answer: Option D
- ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠতম নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার ১৫৬৪ সালের ২৩ এপ্রিল ইংল্যান্ডের Startford-Upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁকে Bard of Avon বলা হয়।
- Avon একটি নদীর নাম এবং Bard অর্থ চারণ কবি।
- তিনি ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
- তাঁর রচিত নাটকগুলো মূলত lambic Pentameters এর প্রয়োগ এবং তাঁর নাটকে Climax দেখা যায় Third Act-এ।
উল্লেখ্য, তাঁর প্রথম নাটক Henry VI. শেষ নাটক The Tempest এবং দীর্ঘতম নাটক Hamlet.