দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?
A মোহনা
B দ্বীপ
C ব-দ্বীপ
D দোয়াব
Solution
Correct Answer: Option D
- দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে।
- নদী উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে নদীর মোহনা বলে।
- চারদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূ-খন্ডকে দ্বীপ বলা হয়।