একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে ১ মিনিটে ৪ ফুট উঠে, পরের মিনিটে ১ ফুট নামে। এক ক্ষেত্রে ২২ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে?
A ১৫ মিনিট
B ১১ মিনিট
C ১৩ মিনিট
D ১৪ মিনিট
Solution
Correct Answer: Option C
বানরটি শেষ সময়ে ১ মিনিটে বাঁশটির উপরের অংশে ৪ ফুট উঠে আর নামার প্রয়োজন নেই।
বানরটি উঠানামা করে বাঁশটির নিচের (২২ - ৪) = ১৮ ফুট অংশে বানরটি প্রতি ২ সেকেন্ডে উঠে (৪ - ১) = ৩ ফুট
বানরটি ৩ ফুট উঠে ২ মিনিটে
বানরটি ১ ফুট উঠে ২/৩ মিনিটে
বানরটি ১৮ ফুট উঠে (২ × ১৮)/৩ = ১২ মিনিট
∴ বাঁশের মাথায় উঠতে বানরটির সময় লাগে (১২ + ১) = ১৩ মিনিট।