কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

A সাদা

B কালো

C লাল

D বেগুনি

Solution

Correct Answer: Option B

- কালো রঙের বস্তু তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা অধিক ।
- কাজেই কালো রঙের চায়ের কাপ হতে দ্রুত তাপ বিকিরিত হয়ে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়।

- অন্যদিকে সাদা রঙের বস্তুর তাপ বিকিরণ করার ক্ষমতা খুবই কম। সেজন্য সাদা রঙের চায়ের কাপে ধীরে ধীরে তাপ বিকিরিত হয় এবং চা বেশিক্ষণ গরম থাকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions