কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না?
A নাপাম
B নিউট্রন
C হাইড্রোজেন
D এটম
Solution
Correct Answer: Option B
- ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন নিউট্রন বোমার ধারণা দেন।
- নিউট্রন বোমায় ব্যবহৃত হয় ইউরেনিয়াম ও লেড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটিয়াম।
- এই বোমার সাইজ এক থেকে দুই কিলোটন।
- এর বিস্ফোরণে প্রাণঘাতী বিকিরণের সৃষ্টি হয়।
- এই বোমা থেকে নিউট্রন ও গামা রশ্মি বের হয়, যা ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
- এ বোমা শুধুমাত্র জীবজন্তুর ক্ষতি করে কিন্তু অবকাঠামোর কোনো পরিবর্তন করে না।
- এই বোমা পারমাণবিক বোমার বিকল্প হিসেবে ব্যবহার হয়।