দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?

A লর্ড কার্জন

B লুই আই কান

C লর্ড ক্লাইভ

D জর্জ হ্যারিসন

Solution

Correct Answer: Option C

দেওয়ানি এবং নিযামত-এই দ্বিবিধ শাসন কার্যের দায়-দায়িত্বের ভাগাভাগিকে দ্বৈত শাসন বলে। লর্ড ক্লাইভ বাংলার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্বৈত শাসন নীতি প্রর্বতন করেন। এই ব্যবস্থা অনুযায়ী রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে; আর নিযামত বা বিচার ও প্রশাসন বিভাগের দায়িত্ব থাকে নবাবের উপর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions