কোন চুক্তি অনুযায়ী European Economic Community (EEC) গঠিত হয়?
Solution
Correct Answer: Option C
- ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'রোম চুক্তি' নামে পরিচিত।
- ১ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তিটি কার্যকর হয়।
- ১৯৯৩ সালে EEC এর নাম পরিবর্তন করে European Community (EC) করা হয়।