Solution
Correct Answer: Option B
চিনির বলদ > নিষ্ফল পরিশ্রম,
জিলাপির প্যাঁচ > কুটিল বুদ্ধি,
ঠোঁট কাটা > স্পষ্টবাদী।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
জগদ্দল পাথর - গুরুভার
চক্ষু চড়ক গাছ - বিস্ময়
'গোঁয়ার গোবিন্দ' - কাণ্ডজ্ঞানহীন
'লগন চাঁদা' - ভাগ্যবান
'ভুষণ্ডির কাক' - বিচক্ষণ ব্যক্তি
'উলুখাগড়া' - গুরুত্বহীন লোক
গাছপাথর - হিসাবনিকাশ
গৌড়চন্দ্রিকা - ভুমিকা