'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে?
A হুমায়ূন আহমেদ
B তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C যাযাবর
D সেলিনা হোসেন
Solution
Correct Answer: Option A
- 'দেয়াল ' কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস।
- ২০১১ সালে তিনি এ উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর ২০১৩ সালে প্রকাশিত হয়।
- তিনি ছাড়াও 'দেয়াল' (১৯৮৫) নামে উপন্যাস রচনা করেছেন- আবু জাফর শামসুদ্দীন ।