Solution
Correct Answer: Option D
- ফরাসি দার্শনিক, নাট্যকার ও সাহিত্য সমালোচক Jean Paul Sartre ১৯৬৪ সালে নোবেল পুরস্কার লাভ করলেও তিনি সেচ্ছায় এ পুরস্কার প্রত্যাখান করেন।
- রাশিয়ান কবি ও সাহিত্যিক Boris Pasternak ও ১৯৫৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তৎকালীন সরকারের চাপে তা প্রত্যাখান করেন।