Solution
Correct Answer: Option C
- Thomas Hardy ছিলেন Victorian যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক, কবি ও ছোটগল্পকার।
- তিনি ছিলেন মনেপ্রাণে একজন ভাববাদী লেখক।
- Thomas Hardy এর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে The Return of the Native (1878) অন্যতম।
- ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এগডন হিথ নামক এক বিশাল বনাঞ্চল ঘেরা গ্রামকে নিয়ে এ উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে।
- এই উপন্যাসের মাধ্যমে গ্রামের মানুষের সাধারণ জীবন, দাম্পত্য জীবনের সুখ-দুঃখ, শিক্ষিতা যুবতীর অহংকার ও লোভ এবং এই লোভের ফলে তার যে করুণ পরিণতি সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
• Hardy এর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস-
- Tess of the D'urbevilles,
- The Poor Man and the Lady,
- Under the Greenwood Tree
অন্যদিকে,
William Makepeace Thackeray - Vanity Fair
Jane Austen - Pride and Prejudice
Charles Dickens - Oliver Twist.