একটি শ্রেণীর ৩০ জন ছাত্রের মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটির যে কোনো একটি খেলা পছন্দ করে তদ্রূপ শিক্ষার্থীর সংখ্যা ১০; কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না ?

A ১০

B ২০

C

D

Solution

Correct Answer: Option C

শুধু ফুটবল খেলে = ২০ - ১০ = ১০ জন 
 "    ক্রিকেট  "  = ১৫ - ১০ = ৫ জন 
 ক্রিকেট অথবা ফুটবল খেলে = ১০ জন 

 দুটি খেলাই পছন্দ করে না = [৩০ - (১০+৫+১০)] জন 
                                = (৩০ - ২৫) জন 
                                = ৫ জন 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions