শ্রেণীবদ্ধ চারটি সমান রোধের যোগফল ৪৮ ওহম। রোধগুলোর সমান্তরাল সমতুল্য রোধ কত?
Solution
Correct Answer: Option A
4টি সমান রোধের যোগফল = 48Ω
তাহলে প্রতিটি রোধ = 48 ÷ 4 = 12Ω
সমান্তরাল সংযোগে রোধের ক্ষেত্রে,
1/R = 1/R₁ + 1/R₂ + 1/R₃ + 1/R₄ ; যেখানে সব রোধ সমান (12Ω)
বা, 1/R = 1/12 + 1/12 + 1/12 + 1/12
= 4/12
= 1/3
সমতুল্য রোধ, R = 3Ω