অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
Solution
Correct Answer: Option D
Fiber Optic Cable হচ্ছে ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরণের খুব সরু ও নমনীয় কাঁচতন্তর আলোক নল ও আলো নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম।
Fiber Optic Cable এ তিনটি অংশ থাকে।
যথা-
১) কোর(Core),
২) ক্ল্যাডিং(Cladding),
৩) জ্যাকেট(Jacket)।
- অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোর।