কোন দেশের পাওয়ার সিস্টেমে দুই ধরণের ফ্রিকোয়েন্সীর ব্যবহার আছে?
A বাংলাদেশ
B ভারত
C জাপান
D আমেরিকা
Solution
Correct Answer: Option C
- জাপানের পাওয়ার সিস্টেমে দুই ধরণের ফ্রিকোয়েন্সী ব্যবহার করা হয়।
- পূর্ব জাপান: 50 Hz এবং পশ্চিম জাপান: 60 Hz
- 1896 সালে টোকিওতে জার্মান কোম্পানি AEG 50 Hz জেনারেটর স্থাপন করে
- 1905 সালে ওসাকাতে আমেরিকান কোম্পানি GE 60 Hz জেনারেটর স্থাপন করে