Solution
Correct Answer: Option C
• CNG- এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas।
• উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
• এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশবান্ধব। যেমন রোধে CNG চালিত অটোরিক্সা ব্যবহার করা হয়।