বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
A দিনাজপুর
B রংপুর
C পাবনা
D চট্রগ্রাম
Solution
Correct Answer: Option A
- বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত।
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে।
- এর আয়তন ৬.৬৮ বর্গ কিমি।
- মজুদের পরিমাব ৩৯০ মিলিয়ন মেট্রিকটন।
- এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়।