ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
A হোয়াইট হল
B ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
C মার্বেল চার্চ
D বুশ হাউজ
Solution
Correct Answer: Option A
- ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে অবস্থিত ব্রিটিশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর ও রানীর সাবেক বাসভবন হোয়াইট হল নামে পরিচিত।
- ১৬২২ সালে আইনিগো জোনস এর পরিকল্পায় এটি নির্মিত হয়।
- নির্মাণের পর এর নামকরণ করা হয় বানকুইটিং হাউস।
- ১৮৯৭ সালে বানকুইটিং হাউসটি হোয়াইট হল নাম ধারণ করে।
- ১৯০৫ সালের পর থেকে হোয়াইট হল ব্রিটিশ সরকারের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়।