✔ বাংলাদেশে প্রথম ১৯৬৪ সালে কম্পিউটার স্থাপিত হয় ঢাকায় অবস্থিত তৎকালিন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে।
✔ প্রথম স্থাপিত কম্পিউটারটি ছিল IBM কোম্পানির ১৬২০ সিরিজের মেইনফ্রেম কম্পিউটার যা ছিল দ্বিতীয় প্রজন্মের।
✔ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে IBM-360 মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।