একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

A ৯০০

B ৭৫০

C ৬০০

D ৫০০

Solution

Correct Answer: Option C

বেগ = ৮৪ কিঃ মিঃ/ঘন্টা
= (৮৪x১০০০)/৩৬০০ = ২৩.৩৩ মি/সে

এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩ মিটার
৬০ সেকেন্ডে অতিক্রম করে ২৩.৩৩x৬০ = ১৪০০ মিটার
এবার,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য=১৪০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য +৮০০ মিঃ=১৪০০ মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য =( ১৪০০ - ৮০০ ) মিটার = ৬০০ মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions