একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
Solution
Correct Answer: Option D
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে
অনুপাতের যোগফল, ১x+২x+৩x = ৬x
প্রশ্নে মতে,
৬x= ১৮০°
x=৩০°
কোণগুলো যথাক্রমে ৩০°, ৬০°, ৯০°
আমরা জানি,ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।