ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?

A হুতোম প্যাঁচার নকশা

B আলালের ঘরের দুলাল

C সধবার একাদশী

D বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

Solution

Correct Answer: Option B

-প্যারীচাদঁ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
-১৮৫৮ সালে তা গ্রন্থাকারে প্রকাশ পায়।
-প্যারীচাদঁ মিত্র 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে এ রচনাটি পত্রিকায় লেখেন৷
-এ রচনার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো মোকাজান মিঞা বা 'ঠকচাচা' চরিত্রটি, যা ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এগ্রন্থে সর্বাপেক্ষা জীবন্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions