Solution
Correct Answer: Option A
১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে স্থাপিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৮টি সরকারি EPZ রয়েছে। এছাড়াও বাংলাদেশে ২টি বেসরকারি EPZ রয়েছে।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা EPZ, এটি নীলফামারীতে অবস্থিত।
- EPZ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম Bangladesh Export Processing Zone Authority (BEPZA)।