'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কী?
A নীলকরদের অত্যাচার
B ভাষা আন্দোলন
C অসহযোগ আন্দোলন
D তেভাগা আন্দোলন
Solution
Correct Answer: Option A
নীলদর্পণ নাটকটি লিখেন দীনবন্ধু মিত্র। এই নাটকটির পটভূমি ছিল নীল চাষ চাষীদের বিরুদ্ধে অত্যাচার-অবিচার ইত্যাদি বর্ণনা করা হয়েছে নাটকটিতে। এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত।