Solution
Correct Answer: Option D
• বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।
• রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
• তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য।
• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য-
- "মায়াদেবী" (১৮৮২)
- "ধূমকেতু" (১৮৮২)
- "নিসর্গসঙ্গীত" (১৮৮২)
- "বাউল বিংশতি" (১৮৮৭)
- "গোধূলি" (১৮৯৯) ইত্যাদি।