'ভোরের পাখি' কার উপাধি?

A কালীপ্রসন্ন সিংহ

B হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

C মালাধর বসু

D বিহারীলাল চক্রবর্তী

Solution

Correct Answer: Option D

• বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত।
• রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। 
•  তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য-
- "মায়াদেবী" (১৮৮২)
- "ধূমকেতু" (১৮৮২)
- "নিসর্গসঙ্গীত" (১৮৮২)
- "বাউল বিংশতি" (১৮৮৭)
- "গোধূলি" (১৮৯৯) ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions