What is the time ... your watch?
Solution
Correct Answer: Option C
কেন "by" ব্যবহৃত হয়?
- "By" শব্দটি সাধারণত কিছু একটা মানদণ্ড অনুযায়ী কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে, সেই মানদণ্ড হলো তোমার ঘড়ি। অর্থাৎ, আমরা তোমার ঘড়ির দেখানো সময় জানতে চাই।
ঘড়ি সময় দেখায় না, বরং সময় বলে বা প্রকাশ করে। তাই "in" বা "with" শব্দগুলো এ ক্ষেত্রে উপযুক্ত নয়।
- "At" সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে বা জায়গায় কিছু ঘটার কথা বলতে ব্যবহৃত হয়। এই প্রশ্নটিতে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই, তাই "at" ব্যবহৃত হবে না।
- What is the time by your watch?- তোমার ঘড়িতে কয়টা বাজে?