৪০ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয়মূল্যের ১/৪ অংশ লাভ হবে?
Solution
Correct Answer: Option C
ক্রয়মূল্য = ৪০ টাকা
লাভ হবে = ৪০ এর (১/৪) = ১০ টাকা
তাহলে, বিক্রয়মূল্য = (৪০+১০) = ৫০ টাকা
৪০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় (১০/৪০) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০০*১০)/৪০ টাকা
= ২৫ টাকা
সুতরাং, শতকরা লাভ হয় ২৫%