Come out অর্থ দৃষ্টিগোচর হওয়া; আবির্ভূত হওয়া; (গুণাগুণ থাকাকে) প্রকাশ পাওয়া । আর How you come out initially অর্থ প্রথম সাক্ষাতে আপনি কিভাবে নিজেকে প্রকাশ করেন ।
উল্লেখ্য, Come by অর্থ ফিরে আসা । Come across অর্থ হঠাৎ দেখতে পাওয়া বা সাক্ষাৎ পাওয়া ।
বাক্যের অর্থঃ প্রথম দর্শন খুবই-গুরুত্বপূর্ণ কারণ প্রথমে নিজেকে আপনি কিভাবে প্রকাশ করেন সেটা আপনি কি বলছেন তার মতোই গুরুত্বপূর্ণ ।