প্রশ্নে বলা হচ্ছে, ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ঃ১ এবং ৫ বছর পর তাদের অনুপাত হবে ২ঃ১ । বর্তমানে তাদের বয়সের অনুপাত কত ?
ধরি, ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল x বছর
বর্তমানে পিতার বয়স হবে = (৩x + ১০) বছর
এবং পুত্রের বয়স হবে = (x + ১০) বছর
প্রশ্নমতে, ৩x+১০+৫/x+১০+৫ = ২/১
=> ৩x+১৫/x+১৫ = ২/১
=> ৩x + ১৫ = ২x + ৩০
x = ১৫
অতএব, বর্তমানে পিতার বয়স = ৩x + ১০ = ৪৫ + ১০ = ৫৫ বছর এবং বর্তমানে পুত্রের বয়স = x + ১০ = ১৫ + ১০ = ২৫ বছর ।