দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই -তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option A
সূত্রঃ সংখ্যাগুলোর গুনফল= ল, সা, গু × গ, সা, গু
ধরি, বড় সংখ্যাটি = ক
অন্য সংখ্যাটি- ২ক/৩
তাই,
ক × ২ক/৩ = ৬০ × ১০
বা, ক = ৩০
ছোট সংখাটি- ৬০/৩ = ২০