Solution
Correct Answer: Option A
‘ঘটিরাম’ বাগ্ধারার অর্থ: অপদার্থ।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
আঠারো আনা: বাড়াবাড়ি।
আগড়ম বাগড়ম: অর্থহীন কথা।
আদা জল খেয়ে লাগা: প্রাণপণ চেষ্টা করা।
অন্তর টিপুনি: গোপন ইশারা।
আমি-আমি করা: আত্মপ্রশংসা করা।
‘ইতুনিদকুঁড়ে’ বাগ্ধারার অর্থ: অলস।