৩ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ৬০ দিনে করতে পারে। ১১জন পুরুষ ও ২৭ জন বালকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
A ৬ দিন
B ৯ দিন
C ১০ দিন
D ১২ দিন
Solution
Correct Answer: Option B
এক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রটি হলোঃ
T = M1 ×B1 ×D/(M1 ×B2 )+(B1 ×M2 )
= ৩×৯×৬০/(৩×২৭)+(৯×১১) = ৯ দিন ।