মনেকরি, কাদের ৫% হারে জমা রাখে x টাকা
কাদের 10% হারে জমা রাখে (১৫০০০-x) টাকা [যেহেতু মোট ১৫০০০ টাকা]
প্রশ্নমতে,
{x×(৫/১০০)} + {(১৫০০০-x)×(১০/১০০)} = ১১১০
⇒ x/২০ + ১৫০০ - x/১০ = ১১১০
⇒ x/২০ - x/১০ = ১১১০ - ১৫০০
⇒ - x/২০ = -৩৯০
∴ x = ৭৮০০
কাদের ৫% হারে জমা রাখে ৭৮০০ টাকা।