২০ জনে যে সময়ে ১ টি কাজ করতে পারে , তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?

A ৪০ শতাংশ

B ৩৩ শতাংশ

C ২৫ শতাংশ

D ২০ শতাংশ

Solution

Correct Answer: Option C

ধরি, ২০ জনে কাজটি ১০ দিনে করতে পারে। 
সুতরাং ২০% কম সময়= ৮ দিন। 
 
কাজটি ১০ দিনে করে ২০ জনে 
কাজটি ১ দিনে করে ২০X১০=২০০ জনে
∴কাজটি ৮ দিনে করে ২০০/৮= ২৫ জনে 
 
জনবল বাড়ে ২৫-২০=৫ জন 
শতকরা জনবল বাড়ে (৫X১০০)/২০= ২৫ জন।
 ∴জনবল বাড়াতে হবে ২৫ শতাংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions