যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়?
Solution
Correct Answer: Option C
- যে রোগ একজন থেকে অন্যজনে ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে।
- এইডস একটি সংক্রামক রোগ।
- AIDS-এ আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
- প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহ থেকে HIV সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়।
- রক্ত, বীর্য, লালা, অশ্রু ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে AIDS সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।