কোন গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
A ১৮,৫০০ জন
B ২০,০০০ জন
C ১৯,০০০ জন
D ১৮,৩৬০ জন
Solution
Correct Answer: Option B
৮% বৃদ্ধিতে,
পূর্বে জনসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = ১০০ + ৮ = ১০৮ জন
বর্তমান জনসংখ্যা ১০৮ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৮ জন
∴ বর্তমান জনসংখ্যা ২১৬০০ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ২১,৬০০)/১০৮ = ২০,০০০ জন